ভোলায় লকডাউন নির্দেশনা অমান্য করায় ১৫ জনের জরিমানা

সিমা বেগম (ভোলা):
ভোলায় মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ১৫ জনকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ মে) বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। এরমধ্যে ভোলা সদরে ১০ জনকে ২ হাজার ৬০০ টাকা এবং দৌলতখানে ৫ জনকে ১ হাজার ৩০০ হাজার আদায় করা হয়।এ দুই উপজেলায় ৩ টি মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় ও নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়। একই সাথে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।