ভোলায় গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিমা বেগম (ভোলা):
ভোলায় গরু চড়াতে গিয়ে রিপন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সদর উপজলার সিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের মোঃ দুলালের ছেল।
স্থানীয় জানান, দুপুরের দিকে রিপন তার বাড়ি গরু নিয়ে বিলের দিকে যায়। এ সময় বৃস্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। ওই বজ্রপাতে তার গরুটিও মারা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে কৃষকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।