ভোলায় বৃষ্টিতে জনমনে স্বস্তি

সিমা বেগম (ভোলা):
ভোলায় গত কয়েকদিনেন প্রচন্ড গরমে যখন বিপর্যস্ত জনজীবন। ঠিক তখনি নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। মেঘের গর্জন শেষে ঝুম করে নেমে পড়ে বৃস্টির। কখনো ভারী আবার কখনো মাঝারি ধরনের বৃস্টি। তবে এটি ছিলো জেলার সদরে মৌসুমের প্রথম বৃষ্টি। যা প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী ছিলো।এ বৃষ্টিতে ভিজেছে গাছ-পালা, প্রকৃতি। যেন প্রশান্তির ছায়া নেমে এসেছে সর্বত্র।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলার উপর দিয়ে মাঝারি ও ভারী বর্ষন বয়ে যায়। এতে জনজীবনে যেন নেমে আসে স্বস্তি। অনেকেই বৃষ্টির ছবি তুলেছেন। কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির ছবি আপলোড করে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে জেলায় প্রচন্ড তাপমাত্রা বয়ে যাচ্ছিলো। বৃস্টির জন্য অপেক্ষা করছিলো মানুষ। ক্ষেত-খামারে কাজ করতে গিয়ে গরমে বিরম্বনার মধ্যে পড়েন দিন মজুরেরা। ফসলের ক্ষেতও যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো। সবার, অপেক্ষা ছিলো কখন বৃস্টি আসবে। অবশেষে কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মিলেছে। এ বৃষ্টিতে আনন্দে মেতে উঠেন অনেকে।
ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মাহবুবুর রহমান জানান, পুরো জেলায় ২১. ২ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুইদিন গুড়ি গুড়ি বৃস্টির হতে পারে তবে, ভারী বর্ষনের সম্ভাবনা নেই।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বেশীরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত হলেও কোথাও কোথাও আবার বৃষ্টির দেখা মিলেনি। কখনো রোদ আবার কখনো মেঘলা আকাশে ঘিরে আছে পুরো জেলা।