ঝালকাঠিতে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠিতে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার শতাধিক পরিবারের মাঝে সিটি ক্লাবের উদ্যোগে ক্লাব চত্ত্বরে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ক্লাবের প্রধান উপদেষ্টা ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। সংগঠনের সভাপতি আব্দুস সালাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাইনুল হক বাপ্পী। এসময় প্রত্যেক পরিবারকে ৮কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২কেজি আলু,১টি ডেটল সাবান প্রদান করা হয়।