আর্টডক কর্তৃক ঈদ উপহার বিতরণ

এইচ. এম জোবায়ের হোসাইন:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ এর সংক্রমণের ভয়াবহতা ব্যাপকহারে বিশ্বের বিভিন্ন দেশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তার পাশ্ববর্তী দেশগুলোতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় টেউ এ সংক্রমণ এবং মৃত্যর হার আশষ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দেশব্যাপী উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দেশের এই উদ্ভুত ক্রান্তিলগ্নে/পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের সর্বদা সহায়তা করে আসছে। ইতিমধ্যে আর্টডকের অধীনস্থ প্রতিষ্টান সমূহ ২০২০ ইং সালে বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকে ১২,০০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছে। তারই ধারাবাহিকতায়, সদর আর্টডক কতৃক ময়মনসিংহ সেনানিবাসের পাশ্ববর্তী এলাকা সমূহে রবিবার (০৯ মে) সকলে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে ২০০ পরিবারের মাঝে শুকনোখাবার (চাল, ডাল, তেল, পেয়াজ) এর পাশাপাশি সেমাই ও চিনি বিতরণ করা হয়। উল্লেখ্য; ইতিপূর্বে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশক্রমে এবং উপস্থিতিতে গত ০২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সদর দপ্তর আর্টডক কর্তৃক ময়মনসিংহ সেনানিবাসের পার্শ্ববর্তী গন্দ্রপা এলাকার ৪৫০ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)আর্টডক বলেন, দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যনুায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।