পঞ্চগড়ে বজ্রপাতে দুইজন নিহত
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বিকালে বৃষ্টিপাতের সময় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারার হাট তেলিপাড়া এলাকার ফজল হকের ছেলে সোলেমান আলী (২৮) ও আরাজী সুন্দরদিঘী ইউনিয়নের চরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে হামিদুল ইসলাম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সোলেমান বাড়ির পাশে করতোয়া নদী খননের কাজে ব্যবহৃত ড্রেজার দিয়ে দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সোলেমান আলী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে হামিদুল ইসলাম বাড়ির পাশে নিজ ধানক্ষেতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্র বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।