জেলেদের চাল আত্মসাত, পটুয়াখালীতে চেয়ারম্যান গ্রেফতার
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত চাল আত্মসাতের মামলায় সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। রবিবার সন্ধায় পটুয়াখালীর বসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। বরাদ্দকৃত চাল গত বুধবার (১২ মে) বিকেলে পটুয়াখালী খাদ্য গুদাম থেকে ট্রলারে করে ভুতুমিয়া লঞ্চঘাট এলাকায় পৌছানো হয়। কিন্তু পথে ৩২ বস্তা চাল সরিয়ে বাকী চাল নিয়ে লঞ্চঘাটে ট্রলার নোঙ্গর করে রাখা হয়। এই সময় চাল আত্মসাতের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের বিরুদ্ধে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন অত্র এলাকার জনসাধারণ। এই ঘটনার পরদিন আরও ১১ বস্তা চাল আত্মসাতের খবর পাওয়া যায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে। পরে এলাকাবাসী পটুয়াখালী সদর থানার মামলা দায়ের করে।
পটুয়াখালী সদর থানা থেকে বলা হয়েছে, এলাকাবাসীর বিক্ষোভের খবরে তারা ঘটনাস্থলে যায়। কিন্তু চেয়ারম্যানকে পাওয়া যায়নি তখন। পরবর্তীতে অন্যাত্র থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।