South east bank ad

তুচ্ছ ঘটনায় জেলেকে মারধর হাসপাতালে ভর্তি

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

তুচ্ছ ঘটনায় জেলেকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জেলেকে মারধর করার খবর পাওয়া গেছে।

গত শুক্রবার (৪ মার্চ) বিকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত জুবরাজ মুফতি হচ্ছেন মুফতি বাড়ির মন্নান মুফতির ছেলে। আহত জুবরাজ মুফতি (৩৫) জানান, শুক্রবার বেলা ২ টার দিকে আগুণমুখা নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ করে পিছন থেকে ৭/৮ জন লোকসহ একটি ট্রলার এসে আমাকে তাদের ট্রলারে তুলে নিয়ে গাছ বনের দিকে নিয়ে যায়।

সেখানে নিয়ে আমাকে এলোপাথারীভাবে মারতে থাকে। আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে মৃত ভেবে নদীর পারে ফেলে মারধরকারীরা চলে যায়।

পরে অপর এক জেলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। জুবরাজ মুফতির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাথি আক্তার বলেন, তার মাথায় সেলাই আছে এবং শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।

তিনি তৃতীয় তলায় ১৯ নম্বর বেডে ভর্তি আছেন। জুবরাজ মুফতির স্ত্রী মোসা. রাহিমা বেগম বলেন, আমার স্বামীকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ আমার স্বামীকে বাঁচিয়েছে।

আমি এর বিচার চাই। চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদ হাওলাদার বলেন, মারামারির খবর শুনেছি। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আহত জুবরাজ মুফতির বড় ভাই সোহাগ মুফতি আজ রবিবার (৬ মার্চ) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: