South east bank ad

বোরহানউদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বোরহানউদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।

আজ (৭ মার্চ ) সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে উপজেলা পরিষদ হলরুমে দিনটি’র তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু’র আদর্শকে বুকে ধারন করে সবাইকে কাধে কাধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: