পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
০৭/০৩/২০২২খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মফিজুর রহমান, ইনচার্জ-আম্বরখানা পুলিশ ফাঁড়ী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়াস্থ জাহানারা বেগম (সাবেক মাহিলা কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন) এর বাসা নং-৬৪/২ (কালা শাহ মাজার) এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। শেখ মোঃ জীবন মিয়া (২২), পিতা-মৃত শেখ সাজিদ মিয়া, সাং-পৈল ঘরেরপাড়, মোল্লাবাড়ী, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বাসা নং-৬৪/২ (কালা শাহ মাজার), গোয়াইপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর হেফাজত হতে ০৩(তিন) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়লব্দ সর্বমোট=৩২৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
রাত্রীকালীন সিয়েরা-৩৩ ডিউতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ)/মোঃ এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অত্র এয়ারপোর্ট থানাধীন বড়শালা নতুনবাজার, হাফিজুর রহমান এর বাসার ভিতরে নারী/পুরুষ অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১। নূর উদ্দিন (২৮), পিতা-সামছু মিয়া, মাতা-জমিরুল নেছা, সাং-কাকুয়ারপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট ও ২। আফনান লাভলী (২০) জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। দিবাকালীন সিয়েরা-৩২ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ)/মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন আম্বরখানা পয়েন্ট হতে পলাশ হোটেল পর্যন্ত পাকা রাস্তার উপর ফুটপাতে মালামাল রেখে হকাররা জনদুরভোগ সৃষ্টি করার অপরাধে ১। মোঃ কবির হোসেন (২১), পিতা-আঃ কাদের, সাং-ছাতক বাংলাবাজার, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ কুদরতুল্লাহ (২২), পিতা-মোঃ নুর মোহাম্মদ, সাং-শেরমোস্তপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-ঘুর্ণি আবাসিক এলাকা, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
এয়ারপোর্ট থানাধীন ভাটা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ ও এএসআই(নিঃ)/মোঃ রিমন খাঁন এয়ারপোর্ট জিআর-২১৫/২০২০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। আল আমিন (২২), পিতা-মোঃ মান্নান, সাং-ভাটা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।