গলাচিপায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
সঞ্জিব দাস , (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ (৭ মার্চ ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭মার্চের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।