টেকনাফে ইয়াবা-ক্রিস্টাল মেথসহ আটক ১

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারের টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃত মোস্তাক আহমদ ঐ এলাকার আবুল খায়েরের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়ার মোস্তাক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ওয়ারড্রবে লুকায়িত ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। ঐ সময় হাতেনাতে আটক করা হয় মোস্তাককে।
আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অলেও জানান ওসি হাফিজুর।