পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পলিত হয় আন্তর্জাতিক নারী দিবস- ২০২২। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর অনুপ্রেরনায় জেলা পুলিশ পটুয়াখালী এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে।
এ দিবস উপলক্ষে আজ সকাল ৯টায় পটুয়াখালী পুলিশ লাইন্স কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শীলা রানী দাস, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, পটুয়াখালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী।
প্রধান অতিথি তার বক্তব্যে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক জীবনে নারীর প্রতি কোন ধরনের বৈষম্য না হয় তা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে সকল প্রকার হয়রানী বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নারী পুলিশ কর্মকর্তাবৃন্দ ।