টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” শ্লোগানে নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উপলক্ষে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্স্ এ র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে গেন্ডারিয়া থানায় গিয়ে শেষ হয় এবং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্দোক্তা আলিফ রিফাত।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ নাসিম মিয়া এবং জেলার নারী পুলিশসহ সকল ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।