ভোলায় চার বোতল বিদেশি মদসহ আটক-২
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ড হইতে চার বোতল বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক করা হয়।
গতকাল সোমবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া চরফ্যাসন থানাধীন চরফ্যাসন পৌরসভার ৬নং ওয়ার্ড আদর্শপাড়া সাকিনস্থ ধৃত আসামী রাজীব দেবনাথ (২৪) এর বসতবাড়ীর দরজায় সুজন শর্মার বসতঘরের উত্তর পার্শ্বে কাচা রাস্তা হইতে মাদক ব্যবসায়ী রাজীব দেবনাথ (২৪), চরফ্যাসন পৌরসভা, জেলা- ভোলাকে ৪ (চার) টি বিদেশী মদের বোতল সহ গ্রেফতার করেন।
পলাতক আসামী ২। মহাদেব মধু (২৭), থানা-চরফ্যাসন, জেলা-ভোলা। উদ্ধারকৃত বিদেশী মদ সাক্ষীদের সামনে ইং-০৭/০৩/২০২২ খ্রিঃ রাত ২২.৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে।