দুই অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (৯ মার্চ) বিকালে ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তাগণ ঢাকা রেঞ্জে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং দীর্ঘদিন ঢাকা রেঞ্জে কাজ করার সুবাধে অর্জিত অভিজ্ঞতা তারা নতুন কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বিদায়ী কর্মকর্তাদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান এবং স্মৃতি স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিদায়ী অতিথিদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন সহ নতুন কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন।
উল্লেখ্য; অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ ২৮তম বিসিএস(পুলিশ) ক্যাডারে গত ০১/১২/২০১০ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগদান করেন। তিনি গত ০১/১০/২০১৬ইং তারিখে অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতি লাভ করেন এবং ২০১৭ সালের ২৬ এপ্রিল ঢাকা রেঞ্জে যোগদান করেন। তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলিজেন্ট) হিসেবে দীর্ঘ ৪ বছর দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট জেলায় যোগদান করবেন।
অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম ১০/০১/১৯৮৯ তারিখে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০০৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৬ সালে এএসপি হিসেবে পদোন্নতিসূত্রে ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি সিআইডি বাংলাদেশ, ঢাকায় যোগদান করবেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন, বিনয়ী, নিষ্ঠাবান, কর্মঠ এ অফিসারদের বদলীজনিত বিদায়ে আমার আবেগ আপ্লূত। ঢাকা রেঞ্জে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা ও দোয়া।