দক্ষিণ সিটির অভিযানে ৮০ বছর পর অবৈধ দখল মুক্ত হলো ৪০ শতাংশ জায়গা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ঢাদসিক) অভিযানে রাজধানীর রায় সাহেব বাজারে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (৯ মার্চ) দিনব্যাপী অভিযানে এই দখল মুক্ত করা হয়।
ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার দিকনির্দেশনায় করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে রাজধানীর ধোলাইখাল মার্কেট খ্যাত রায় সাহেব বাজার মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২টি অবৈধ দোতলা বিল্ডিং ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানে মোট ০.৩৯৮০ একর জায়গা উদ্ধার করা হয়।
অভিযান প্রসঙ্গে ঢাদসিক প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, "জায়গাটি দক্ষিণ সিটি করপোরেশনের সিএস-আরএস রেকর্ডীয় মালিকানার জমি। কিন্তু বিগত ৮০ বছর ধরে একটি মহল সেখানে অবৈধভাবে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে তা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল।
আমরা মেয়র নির্দেশনা মোতাবেক আজকে সেখানে অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধার করেছি। রেকর্ড দেখে পর্যায়ক্রমে অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।"