South east bank ad

রেঞ্জ ডিআইজির বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অভিবাদন গ্রহন

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রেঞ্জ ডিআইজির বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অভিবাদন গ্রহন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভোলা জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ অভিবাদন গ্রহণ করেন।

বার্ষিক ক্রীড়া প্যারেডের শুরুতে ডিআইজি ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

প্রধান অতিথি এস এম আক্তারুজ্জান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করণ এবং বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর কেক কাটেন প্রধান অতিথি।

রেঞ্জ ডিআইজি সবাইকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলার আহ্বান জানান। এ সময় অফিসার ও ফোর্সদের ক্রীড়া শপথ বাক্য পাঠ করানো হয়। কুচকাওয়াজ শেষে ডিআইজি ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।

ক্রীড়া প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা। ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এ সময় মোঃ আব্দুল মোমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা, রাজিব আহমেদ, উপ-পরিচলক স্থানীয় সরকার বিভাগ, ভোলা, বরিশাল রেঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ, ভোলা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, ভোল পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: