নিষিদ্ধ সময়ে মাছ ধরায় জেলেদের জরিমানা
এম, নুরুন্নবী, (তজুমদ্দিন):
ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত (১০ মার্চ) বৃহস্পতিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ১০ জেলে, ১২ টি বেহুন্দি জাল ও ২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। আটক জেলেদের বাড়ি পাশ্বতর্বী উপজেলা বোরহানউদ্দিনের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় আটক জেলেদের উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করে এবং অপ্রাপ্তবয়ষ্ক হওয়ায় অপর একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত ১২টি বেহুন্দি জাল শশীগঞ্জ ঘাটে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং দুইটি নৌকা পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ঘাটের জেলেরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন মেঘনায় জাল ফেলে ধ্বংস করছে ইলিশের অভয়াশ্রম।
এরসাথে মির্জাকালু, হাকিমুদ্দিন ও চেয়ারম্যান ঘাটের চিহ্নিত কয়েকজন আড়তদার জড়িত আছে। এ ব্যাপারে বোরহানউদ্দিন পুলিশ ও মৎস দপ্তর কোন পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
এব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এসময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় অধিকাংশ জেলে নদীতে মাছ শিকারে না গেলেও পাশ্ববর্তী উপজেলার অসংখ্য জেলে আমাদের অভিযানে ইতিমধ্যে আটক হয়েছে।