ভোলায় টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা জেলা পুলিশের আয়োজনে গতকাল শুক্রবার (১১ মার্চ) পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১২, ১৩ ও ১৪ মার্চ শারীরিক সক্ষমতা যাচাই, ২০ মার্চ লিখিত পরীক্ষা এবং ২৯ মার্চ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।