কোভিডকালীন অভিজ্ঞতা বর্ণনা করলেন ভোলার সাংবাদিকরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে ভোলার সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করেছে জন হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস।
‘ব্রেকথ্রু অ্যাকশন প্রজেক্টের আওতায় ইউএসএআইডির অর্থায়নে ভোলা জেলায় কর্মরত ৩২ সাংবাদিককে গতকাল (১২ মার্চ) কোভিড-১৯ বিষয়ে জুমের মাধ্যমে এই অনলাইন প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় ভোলার সাংবাদিকরা তাদের কোভিডকালীন অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেন।
নিজেকে সুরক্ষিত রেখে তথ্য সংগ্রহ, সংবাদ সম্পাদনা এবং পরিবেশনার বিভিন্ন কৌশল কর্মশালায় তুলে ধরেন সিনিয়র সাংবাদিক ও চিকিৎসকরা। সাংবাদিকরা কীভাবে নিজেদের মানসিক স্বাস্থ্য রক্ষা করবেন সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়।
মহামারি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুরক্ষায় সম্মুখ সারির যোদ্ধাসহ সব মানুষের স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মত দেন বক্তারা।
প্রশিক্ষণে চিকিৎসকদের মধ্যে অংশ নেন প্রোগ্রাম অফিসার ডা. তাজকিরা নূর, কনসালট্যান্ট ডা. মমতা শাহীন, ডা. ফারিয়াহ তাবাসসুম, সোনিয়া রহমান, প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন দ্য ডেইলি ইন্ডাস্ট্রি’র নির্বাহী সম্পাদক ও ভোরের কাগজের সাবেক বার্তা সম্পাদক ইব্রাহীম খলিল জুয়েল।
গতকাল শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী কর্মশালায় অংশ নেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিন, টিম লিডার যুগান্তরের সাব-এডিটর এমরান হোসেন, একুশে টিভির যুগ্ম বার্তাসম্পাদক মো. আতাউর রহমানসহ ভোলা জেলার ৩২ জন সাংবাদিক।