South east bank ad

ঢাকা রেঞ্জের ৪র্থ ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ঢাকা রেঞ্জের ৪র্থ ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ রোববার (১৩ মার্চ) সকাল ১০ টায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে রেঞ্জের কনফারেন্স রুমে ৪র্থ ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান মো: কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন্টি টেরোরিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার) ও অ্যাডিশনাল ডিআইজি সালমা বেগম, পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ঢাকা রেঞ্জের পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সভায় বিগত তিন মাসে ১৩ জেলার ৯৮ টি থানায় রুজুকৃত মামলার কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এবং উপস্থিত পুলিশ সুপারদের বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রেঞ্জে স্থাপিত অত্যাধুনিক কন্টোলরুম পরিদর্শন করেন এবং ঢাকা রেঞ্জের নানামুখী যুগোপযোগী উদ্যোগকে তিনি স্বাগত জানান।

অপরাধ সভায় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এবং ঢাকা রেঞ্জের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারসহ এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপারবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: