South east bank ad

যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র‌্যাবের অভিযানে জরিমানা

 প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র‌্যাবের অভিযানে জরিমানা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা; ৩৫ মণ জাটকা জব্দ।

গত ১১ মার্চ সাড়ে ৪টা হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষন করার অপরাধে যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ’কে নগদকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, গঙ্গাপুর মৎস আড়ৎ’কে নগদকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, আল্লাহরদান মৎস আড়ৎ’কে নগদ- ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সোহেল মাৎস আড়ৎ’কে নগদ- ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা, গোল্ডেন ফিস আড়ৎ’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, লোকনাথ মৎস্য আড়ৎ’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, মেট্রোসেম মৎস আড়ৎ’কে নগদ-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে ০৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ৭টি আড়ৎ এর মোট ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতারন করা হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: