পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতা ও উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করার বিরুদ্ধে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ (১৪ মার্চ) সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা লীগ সভানেত্রী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চ টার্মিনালে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বিএনপি - জামাত জোেটর সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা প্রতিহত করার হুসিয়ারি দেন বক্তারা।
বক্তারা আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। সরকার চেষ্টা করছে এসব পন্যের দাম সাধারন মানুষের নাগালে আনতে তাই ব্যাবসায়ীদের প্রতি সহযোগিতা কামনা করেন তারা।