South east bank ad

চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া অডিট অফিসার আটক

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া অডিট অফিসার আটক

আমিনুল ইসলাম, (চরফ্যাশন):

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৭০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুই হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।

আটককৃত প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্ব রোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানান।

জনতা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, রোববার সকালে ওই প্রতারক তার বিদ্যালয়ে যান। এবং নিজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন।

বিদ্যালয়ের নানান সমস্যা ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষকদের শোকজের ভয় দেখিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার জন্য টাকা দাবী করেন।শোকজের ভয়ে শিক্ষকরা মিলে তার হাতে ১০ হাজার টাকা তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি ঐদিন চলে যান।

মঙ্গলবার সকালে ফের তিনি উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন অডিট করতে অধিদপ্তরেে কোন অডিট অফিসার চরফ্যাশনে আসেননি। আসলে তাদেরকে অবহিত করতো।

তখন তারা ওই প্রতারককে একটি কক্ষে আটক করে চরফ্যাশন থানায় খবর দিলে পুলিশ আটক করে। চরফ্যাশন থানা পুলিশ হেফাজতে থাকা প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা জানান, সংসার চালাতে অসহায় হয়ে অভাবের কারনে তিনি প্রতারনা আশ্রয় নিয়েছেন।

প্রতারনার এই প্রাকটিস তিনি বিভিন্ন কৌশল অবলন্বন করে শিখছেন এবং এভাবে তিনি আরও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতারনা করেছেন। শিক্ষকদের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয়া এই টাকা তিনি ফেরৎ দিবেন বলে ওয়াদা করেন।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন "চরফ্যাশনের তাজা খবর" কে জানান, আটককৃত প্রতারককে থানায় জিজ্ঞাবাদ চলছে। সে প্রতারনার কথা স্বীকার করেছে৷ জিজ্ঞাবাদ শেষে অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: