তজুমদ্দিন থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলা তজুমদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন তজুমদ্দিন থানা অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম।
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।