বোরহানউদ্দিনে দ্যা রয়েল কিচেন রেস্টুরেন্ট এ্যাণ্ড পার্টি সেন্টার এর উদ্বোধন
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনে দ্যা রয়েল কিচেন রেস্টুরেন্ট এ্যাণ্ড পার্টি সেন্টার এর উদ্বোধন করা হলো।
বোরহানউদ্দিন এস,জে,এস জালাল কমপ্লেক্স (২য় তলা) আজ শুক্রবার (১ এপ্রিল) আছর বাদ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টি উদ্বোধন করা হলো।
মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া, টবগী ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার, পৌর বাজার মসজিদ এর সভাপতি মোঃ লিটন চৌধুরী, সাবেক রুপালি ব্যাংক কর্মকর্তা মোঃ জিয়াউল হাসান, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবদুল মালেক, রেস্টুরেন্ট এর পরিচালক সোহেল মাহমুদ তুহিন, আহসান আবীর ও মোঃ জাকির হোসেন প্রমূখ সহ বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌর বাজার মসজিদ এর খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাছির পাটোয়ারী।