শিরোনাম

South east bank ad

আবাসিক এলাকায় পরিবেশ ও নিরাপত্তা বিনস্টে অতিষ্ট অফিসার্স কোয়ার্টার এলাকাবাসি

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

আবাসিক এলাকায় পরিবেশ ও নিরাপত্তা বিনস্টে অতিষ্ট অফিসার্স কোয়ার্টার এলাকাবাসি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

উত্তরাস্থ সরকারি আবাসিক এলাকায় পরিবেশ ও নিরাপত্তা বিনস্টের ফলে অতিষ্ট অফিসার্স কোয়ার্টার এলাকাবাসি। দীর্ঘ দিন যাবৎ উত্তরা ৮ নম্বর সেক্টরস্থ সরকারি আবাসিক এলাকায় রাস্তাসমূহে দূরপাল্লা ও স্বল্প পাল্লার গাড়ির অবৈধ ডিপো হিসেবে ব্যবহৃত হয়ে আসায় আবাসিক এলাকাটি মাদক সেবিদের আস্থানায় পরিণত হয়েছে। এসব অন্যায়ের প্রতিবাদ করে নাজেহাল হতে হয়েছে কোয়ার্টারে বসবাসকারী সরকারি কর্মকর্তাদের অনেককেই।

আজ শুক্রবার জুম্মা নামাজের পর উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ৮ নং সেক্টরবাসি পল্লীবাজারের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

উত্তরা সরকারি অফিসার্স কোয়ারটারস,বনবিথি, পল্লী কানন, সিআইডি কোয়ার্টার্সহ ৮ নং সেক্টরের বিভিন্ন সরকারি কোয়ার্টারের প্রতিনিধিগণ মতবিনিময় করেন।

সরকারি আবাসিক এলাকাটি অবৈধভাবে বাস ডিপোতে পরিণত করায় এলাকার বসবাসের পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বক্তারা আরো বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি আবাসিক এলাকাকে বসবাসের অনুপযোগী করার অধিকার কারো নেই। সংশ্লিষ্ট বাস মালিক ও কাউন্টারসমূহকে সরকারি আবাসিক এলাকাকে পার্কিং জোন হিসেবে ব্যবহার না করার জন্য অনুরোধ জানান তারা।

আলতাফুর রহমান অফিসার্স কোয়ার্টার পরিবেশ নেতা তিনি বলেন, আপনারা ব্যবসা করবেন কিন্তু সেক্টরের আবাসিক এলাকার মানুষের নিরাপত্তা কিংবা তাদের বসবাসের পরিবেশ বিনস্ট করার অধিকার কারো নেই। তিনি আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টদের আবাসিক এলাকায় অবৈধ গ্যারেজ উচ্ছেদের সহায়তা কামনা করেন।

উল্লেখ্য এই আবাসিক এলাকাটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর,ব্যাংক ও বীমাসহ স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৪/১৫ শত কর্মকর্তা বসবাস করেন।

রাস্তার দু-পাশে অবৈধ এই গ্যারেজকে কেন্দ্র করে স্থানটি সন্ধ্যার পর মাদক সেবিদের আস্থানায় পরিণত হয়েছে। এর ফলে কোয়ার্টার গুলোতে বসবাসরত সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য এলাকাটিতে স্বাচ্ছন্দে চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। বাসের হর্ণে ভয়ানক শব্দদুষণের শিকার হচ্ছে বাসিন্দারা। এছাড়া রাস্তার দুপাশে গাড়ি রাখায় রাস্তাটিও যানচলাচলের জন্য খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তা বন্ধ করে গাডি রাখায় কোয়ারর্টারের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সরকারি আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তাটিকে গ্যারেজ হিসেবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনেক বার অনুরোধ জানানো সত্ত্বেও তারা তা থেকে নিবৃ্ত্ত হচ্ছে না অধিকন্ত কোয়ার্টারের লোকজনকে নানাভাবে হয়রানি করার হুমকী দিচ্ছে। বলে মত বিনিময়কালে বক্তাদের আলোচনা থেকে বিষয়টি উঠে আসে।

প্রস্তাবিত ৮ নং সেক্টর কল্যান সমিতির আহ্বায়ক ম শেফায়েত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উত্তরা পূর্ব থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, বাংলা একাডেমি কোয়ার্টার প্রতিনিধি মোঃ তারেক, সিআইডি কোয়ার্টার প্রতিনিধি সিআইডি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খান, পল্লী কাননকোয়ার্টার প্রতিনিধি আব্দুর রাজ্জাক সভাপতি বিআরডিবি সিবিএ মোঃ রাজ্জাক, ডাঃশাহজাহান, মোঃ হালিম প্রমুখ ।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: