মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা-অগ্নিস্নানে শুচি হোক ধরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে পটুয়াখালীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় ডিসি মঞ্চে শেষ হয়।
সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম।
এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণ ১৪২৯ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। সকলে যেন শান্তিপূর্ণ ও নিরাপত্তা সহকারে বাংলা বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করতে পারে এজন্য জেলা পুলিশ কর্তৃক নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ এর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম পটুয়াখালীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বিগত দিনের মলিনতা, পাপ, অশুভ চিন্তা-চেতনা, দীনতা, দারিদ্র সব ধুয়ে মুছে নতুন প্রাণের জোয়ারে উদ্বেলিত হয়ে প্রত্যেকেই নিজের জায়গা থেকে নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় সকলকে নির্ভয়ে বাংলা বর্ষবরণ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।