ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ইফতার মাহফিল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির উদ্যোগে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও নিউজিল্যান্ড ডেইরির সিইও মো. সামসুল আলম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) এ জেড এম নাফিউল ইসলাম।
গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর-১ সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, জেলা সমিতির সাবেক সভাপতি ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি নাফিউল ইসলামের সহধর্মিণী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড মেম্বার ও পরিচালক রুমানা হক রিটা, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ও কল্লোল ফাউন্ডেশনের সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার বরুণ সরকার, গাজী টিভির চিফ রিপোর্টার সাইদুল ইসলাম সাঈদ, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও আমাদের সময় পত্রিকার উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ী।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংগঠনের আজীবন সদস্যসহ প্রায় সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি