ত্রিশাল হেল্পলাইনের নতুন সভাপতি খাইরুল ও সম্পাদক মানিক নির্বাচিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইনের ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ এ মানিক নির্বাচিত হয়েছে।
গত শুক্রবার (৫ আগষ্ট ) বিকেল ৪ টায় অনলাইন ও সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করেন সংগঠনের সদস্যরা।
এছাড়াও কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ তাসনিহা রাফসি।
আগামী ১ বছর নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে। স্বল্প সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা রয়েছে। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও ২ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক টিম নির্বাচন সফল করতে কাজ করেন।