শিরোনাম

South east bank ad

রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ত্রিশালে ভ্রম্যমান আদালতের জরিমানা

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ত্রিশালে ভ্রম্যমান আদালতের জরিমানা

ত্রিশাল প্রতিনিধি

শ্রম অধিকার আইন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার রাতে ত্রিশাল পৌর বাজারে আলোকসজ্জা ও রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও একই অপরাধে দোকানপাট খোলা রাখায় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ অর্থদ- প্রদান করা হয়েছে। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের রাত ৮টার পর সরকারী নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সচেতনতা মূলক সতর্ক করা হয়। এঠাড়াও মিষ্টির দোকানের কার্টুন অতিরিক্ত ওজন থাকায় জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা পাশাপাশি সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ত্রিশাল পৌরসভার বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকগণকে অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার না করতে উৎসাহিত করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

ত্রিশাল সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রম আইন বাস্তবায়ন ও বিদ্যুতের অপচয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। যারা এই নিষেধাজ্ঞ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান রাতে খোলা রাখবে তাদেরকে জরিমানা করা হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: