রাত ৮টায় দোকানপাট বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
ত্রিশাল প্রতিনিধি
শ্রম অধিকার আইন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে শুক্রবার রাতে ত্রিশাল পৌর শহরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও একই অপরাধে দোকানপাট খোলা রাখায় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে রাত ৮ টার মধ্যে দোকান পাট বন্ধের নির্দেশনা যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে। ৯ টি মামলায় মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আবার ও অনুরোধ জানান তিনি।