সরকারী নির্দেশ অমান্য করায় ত্রিশালে ভ্রম্যমান আদালতের জরিমানা
ত্রিশাল প্রতিনিধি
শ্রম অধিকার আইন ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ত্রিশালে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই অপরাধে দোকানপাট খোলা রাখায় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৬টি মামলায় নগদ অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় পূর্ব ঘোষিত বিদু্যৎ বিভাগ ৫টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
রাত ৮টার পর পৌর শহরের কলেজ মার্কেট, গোহাটা, পৌর বাজার, বালিপাড়া রোড ও জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রম আইন বাস্তবায়ন ও বিদ্যুতের অপচয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। যারা এই নিষেধাজ্ঞ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান রাতে খোলা রাখবে তাদেরকে জরিমানা করা হবে।