দীর্ঘদিন পর অবিভক্ত আ.লীগের মাসব্যাপী শোক দিবসের কর্মসূচী পালন
ত্রিশাল প্রতিনিধি
দীর্ঘ ১৩ বছর যাবৎ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও এবারই প্রথম বারেরমত বিভক্তিহীনভাবে শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী প্রনয়ণ ও বাস্তবায়ন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। বুধবার বিকেলে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচীর সমাপনী দিনে উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আ.লীগের আয়োজনে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
উপজেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম শামছুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভৌমিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন প্রমূখ।
এর আগে ১লা আগস্ট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার মাধ্যমে উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে শোক দিবস পালনে মাসব্যাপী নানা কর্মসূচী ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের নবর্নিবচিত সভাপতি আবুল কালাম শামছুদ্দিন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন।
উল্লেখ্য; ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এবারই প্রথম বিভিন্ন গ্রুপে বিভক্ত না হয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে একসাথে কর্মসূচী পালন করলো ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। এরআগে প্রতিটি কর্মসূচীতেই উপজেলা আওয়ামীলীগের ব্যানারে তিন থেকে চারটি কর্মসূচী এক যুগে পালন করা হতো।
উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আগামী নির্বাচনে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য আমরা বিএনপি জামায়াতের সকল নৈরাজ্য মোকাবেলায় রাজপথে থাকবে ঐক্যবদ্ধ ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিলো। গত ২১শে জুলাই মাসে দলীয় সভানেত্রী আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা সকল গ্রুপিং দন্ধ নিরসন করে সকলকে এক মঞ্চে নিয়ে এসে আমরা আমাদের সকল কার্যক্রম ও কর্মসূচী পালন করে যাচ্ছি।