শিরোনাম

South east bank ad

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ত্রিশালে মতবিনিময়

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ত্রিশালে মতবিনিময়

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সকল অঞ্চলের তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মতবিনিময় করেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। 

বৃহস্পতিবার সকালে পৌর সভাকক্ষে ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মানিক ছাইফুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, হাত বাড়াও সংগঠনের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আসমা শিকদার, সাধারণ সম্পাদক মিথিলা সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় মেয়র আনিছ বলেন, আপনারা আমাদের সমাজের লোক আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আমার পক্ষ থেকে আপনাদের স্থায়ী ভাবে বসবাস ও কর্মের ব্যবস্থা করে দিবো। মেয়রের বক্তব্যে তৃতীয় লিঙ্গের উপস্থিত সদস্যরা খুশি হয়ে মেয়রকে ধন্যবাদ জানিয়ে তারা স্বাভাবিক জীবনের ফিরে এসে কর্মমুখী জীবনে ফেরার ইচ্ছা পোষণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক, এম.এ.এ মানিক।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: