শিরোনাম

South east bank ad

বেকারিসমূহ মনিটরিংয়ে ত্রিশালে ৪০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

বেকারিসমূহ মনিটরিংয়ে ত্রিশালে ৪০ হাজার টাকা জরিমানা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের গায়ে প্রতারণা করে লগো ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করেছে আদালত। 

রবিবার ৩০ অক্টোবর বিকেলে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দুটি বেকারীকে এ অর্থদন্ড প্রদান করে ভ্রম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে ত্রিশালবাসীর চাওয়া এবং গণমাধ্যমগুলোর সংবাদের প্রেক্ষিতে ত্রিশাল উপজেলার বিভিন্ন বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়। এ সময় অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের গায়ে প্রতারণা করে লগো ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে এবং উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: