South east bank ad

টাকার অভাবে চিকিৎসা সংকট, দগ্ধ পরিবারের পাশে লিপি ওসমান

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নারী উদ্যোক্তা

টাকার অভাবে চিকিৎসা সংকট, দগ্ধ পরিবারের পাশে লিপি ওসমান

ফতুল্লার পশ্চিম তল্লার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী। গত ২৩ এপ্রিল ফতুল্লার পশ্চিম তল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দুটি পরিবারের ১১ জন দগ্ধ হয়। এর মধ্যে সাথীর পরিবারের ৬ জন দগ্ধ হয়ে বাবা হাবিবুর রহমান ও মা আলেয়া বেগম মারা যায়। আর ছোট ভাই নবম শ্রেণীর শিক্ষার্থী লিমন, ছোট বোন তাবাসসুম মীম, মীমের ৪৫ দিনের সন্তান মাহিরা ও নানী সামান্তা বেগম এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

অর্থ সংকটে অনিশ্চয়তায় ছিল তাদের চিকিৎসা। তাদের এই অসহায়ত্বের বিষয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পরিবারটির চিকিৎসার জন্য ১লাখ টাকা পাঠিয়ে দেন। পরিবারটির পক্ষ থেকে সাথী ও মো. বিপ্লব টাকা বুঝে নেন।

প্রসঙ্গত দুর্ঘটনার পর থেকে ৪৫ দিনের দগ্ধ সন্তান-স্ত্রী ও স্বজনদের জন্য সব সময়ই চিন্তার ভাঁজ চোখে মুখে ফোটে উঠেছিল অর্থ সংকটে থাকা মো. বিপ্লবের।

সালমা ওসমান লিপির সহযোগিতা তিনি বলেন, ‘দুর্ঘটনার পরে অনেক পরিচিত মানুষকেও অপরিচিত মনে হয়েছে। অনেকে একটি বারের জন্য খবরও নেয়নি। আবার অনেক অল্প পরিচিত কিংবা অপরিচিত মানুষও পাশে এসে দাঁড়িয়েছে। আল্লাহ সালমা ওসমান লিপিকে দীর্ঘজীবী করুন। ’

এ বিষয়ে সালমা ওসমান লিপি বলেন, আল্লাহ বলেছেন তোমার যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার সৃষ্টি মাখলুককে সহায়তা করে খুশি কর। আমি তোমাদের ওপর রাজী খুশি থাকব। আমার অনুরোধ থাকবে আমরা সবাই একটু একটু করে মানুষের পাশে দাঁড়ালেই দেখবেন প্রতিবেশীদের মধ্যে কেউ অভাবে থাকবে না। রসূলের হাদিস মতে, আমাদের সবাই আশপাশের ৪০ বাড়ির খোঁজখবর রাখা দরকার। এতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ।

BBS cable ad

নারী উদ্যোক্তা এর আরও খবর: