নারী উদ্যোক্তাদের জন্য ‘অল অ্যাবাউট সফট স্কিল’ প্রশিক্ষণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশের নারী উদ্যোক্তাদের জন্য তৃতীয় ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত শনিবার (২৯ জানুয়ারি) ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনে সহযোগিতা করে ঢাকার ভারতীয় হাইকমিশন, বাংলাদেশের আইসিটি ডিভিশন, সিল্কওক গ্রুপ ও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ধানমন্ডি শাখায় সরাসরি দেশের নানা প্রান্ত থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এছাড়া ৬০০ জন শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন।
নারী উদ্যোক্তাদের উদ্দেশে ‘উই’র প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা স্বাগত বক্তব্যে বলেন, আপনারা যা শিখছেন, তা উই গ্রুপে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।
গত ১ সেপ্টেম্বর ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক এই প্রশিক্ষণ সিরিজ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।