South east bank ad

কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

 প্রকাশ: ২০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের ১১২তম জন্মদিন আজ সোমবার। এ উপলক্ষে বাংলা একাডেমি মিলনায়তনে বিকেল ৪টায় স্মারক বক্তৃতা, সুফিয়া কামাল সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে মহিলা পরিষদ। এ বছর সুফিয়া কামাল সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান।

১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে সুফিয়া কামালের জন্ম। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, নারীমুক্তি আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।

প্রগতিশীল সমাজ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা মহীয়সী এ নারী আজীবন মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন। ১৯৬১ সালে পাকিস্তান সরকার বেতারে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করলে এর প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন তিনি। ১৯৬১ সালে ছায়ানটের সভাপতি, ১৯৬৯ সালে গণআন্দোলনের সময় মহিলা সংগ্রাম কমিটির সভাপতি, ১৯৭০ সালে মহিলা পরিষদ গঠন এবং ওই সময়ের অসহযোগ আন্দোলনে নারী সমাজের নেতৃত্ব দেন তিনি। সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।

সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য সুফিয়া কামাল প্রায় ৫০টি পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২), লেনিন পদক (১৯৭০, সোভিয়েত ইউনিয়ন), একুশে পদক (১৯৭৬), নাসিরউদ্দীন স্বর্ণপদক, রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫) ও স্বাধীনতা দিবস পদক।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: