South east bank ad

ত্রৈমাসিক ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ত্রৈমাসিক ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বরিশাল নগর পুলিশের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ অফিসার কর্তৃক পরিদর্শন কার্যক্রমের আওতায় গতকাল ১১ এপ্রিল কোতোয়ালি মডেল থানাধীন ২৮ ও ২৯ নং বিটে গ্লোবাল ইউনিভার্সিটি, ৩৪ ও ৩৫ নং বিটে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৪০ নং বিটে আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, ৪১, ৪২ নং বিটে চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় , ২৪ ও ২৫নং বিটে বরিশাল সরকারী কলেজ সংশ্লিষ্ট বিট অফিসার পরিদর্শন করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিট অফিসার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি শিশুদেরকে সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য।

তারই ধারাবাহিকতায় , বরিশাল মেট্রোপলিটন এলাকার ০৪টি থানাধীন ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বৎসর "জানুয়ারী থেকে মার্চ" মাসের মধ্যে প্রথম বার, "এপ্রিল থেকে জুন" মাসের মধ্যে দ্বিতীয় বার, "জুলাই থেকে সেপ্টেম্বর" মাসের মধ্যে তৃতীয় বার এবং "অক্টোবর থেকে ডিসেম্বর" মাসের মধ্যে চতুর্থ বার পরিদর্শন করা হয়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: