জাতির পিতা ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিএমপি কমিশনার
চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অ-১৭) উদ্বোধন হয়েছে।শুক্রবার বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার মুহাম্মাদ আশরাফ উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ড. প্রকাশ কান্তি চৌধুরী।