“হ্যালো পুলিশ, মানিকগঞ্জ” এর শুভ উদ্বোধন
বঙ্গবন্ধু-র বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে।এই শ্লোগানকে সামনে রেখে “হ্যালো পুলিশ, মানিকগঞ্জ” এর শুভ উদ্বোধন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী ২০২৩খ্রি.) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নির্মিত ‘হ্যালো পুলিশ, মানিকগঞ্জ’ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয় দীর্ঘদিন যাবৎ হ্যালো পুলিশ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বৃহস্পতিবার এই সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।