আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ বেড়েছে দেড় বছর। তার অবসর-উত্তর ছুটি বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়েছে সরকার।
আজ সোমবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপন বিষয়টি অবহিত করে।
সেখানে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক বছর ৬ মাস মেয়াদে এ নিয়োগ দেয়া হয়েছে।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে আবদুল্লাহ আল মামুনকে আইজিপি নিয়োগের ঘোষণা দেয় সরকার। এরপর ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তার ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।