South east bank ad

কোরআনের বাণী

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাহান্নাম ওত পেতে আছে

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে; সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনস্থল হিসেবে।’ (আয়াত : ২১-২২)

পরকাল অস্বীকার কোরো না

ইরশাদ হয়েছে, ‘তারা (অবিশ্বাসীরা) কখনো হিসাবের আশঙ্কা করত না এবং তারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলি অস্বীকার করেছিল।’ (আয়াত : ২৭-২৮)

আল্লাহ সব কিছু সংরক্ষণ করেন

ইরশাদ হয়েছে, ‘আমি সব কিছু সংরক্ষণ করেছি লিখিতভাবে।’ (আয়াত : ২৯)

সাফল্য আল্লাহভীরুদের জন্য

ইরশাদ হয়েছে, ‘আল্লাহভীরুদের জন্য আছে সাফল্য, উদ্যান ও আঙুরগুলো, সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র।’ (আয়াত : ৩১-৩৪)

জান্নাতে কোনো অসার কথা থাকবে না

ইরশাদ হয়েছে, ‘সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য। এটা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের।’ (আয়াত : ৩৫-৩৬)

BBS cable ad