দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভূয়া বিল ভাউচারের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রেক্ষিতে দুদক, সজেকা, রংপুর এর সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম ও উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিক এর নেতৃত্বে আজ সোমবার ৪ এপ্রিল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। টিম সরেজমিনে সিটি কর্পোরেশন পরিদর্শন করে। জালিয়াতির মাধ্যমে ১,০৩,১৭,৭১২/- (এক কোটি তিন লক্ষ সতেরো হাজার সাত শত বারো) টাকার ভূয়া বিল উত্তোলনের অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ এবং তা পর্যালোচনা করে টিম।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে পূর্বের দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের কপি সংগ্রহ ও তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য নথি পর্যালোচনা করে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
পাবনা জেলার ফরিদপুর উপজেলাধীন গোপালনগর-নারায়ণপুর সড়ক নির্মাণে ঠিকাদার কর্তৃক নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপসহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শনকালে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ঠদের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা কাজের মান যাচাইয়ে গোপালনগর-নারায়ণপুর সড়কে ব্যবহৃত ইটের গুনগত মান সন্তোষজনক নয় মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় উক্ত সড়কে মানসম্মত ইট ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৮টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।