ঘুষ ছাড়া সনদ দেয় না বিএসটিআই, অভিযোগ পেয়ে দুদকের অভিযান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঘুষ নিয়ে সনদ দেওয়ার অভিযোগ পেয়ে চট্টগ্রামে বিএসটিআই কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিদেশ থেকে আমদানি করা মালামাল পরীক্ষা করার জন্য বিএসটিআইতে পাঠানো হয়। কিন্তু দুদকে অভিযোগ ছিল ঘুষ ছাড়া বিএসটিআইয়ের সনদ দেওয়া হয় না। এ বিষয়ে দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান শেষে দুদক কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের জানান, দুদকের হটলাইন ১০৬-এ এক ভুক্তভোগীর কল পেয়ে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ে অভিযানে আসেন তারা।
তিনি বলেন, আসলে এটা বৈজ্ঞানিক বিষয়, ল্যাবে পরীক্ষা করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে জন্য বিভিন্ন ল্যাব পরিদর্শন করেছি। গত এক বছরের সনদের ফটোকপি ও আরো বেশ কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এগুলো যাচাই করলে প্রকৃত তথ্য বুঝা যাবে। তথ্য যা আসবে তা প্রতিবেদন আকারে দুদক কার্যালয়ে পাঠানো হবে। আমরা আমদানিকারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখবো এখানে সনদ নিতে সময়ক্ষেপণ হচ্ছে কি না।
এদিকে বিএসটিআই পরিচালক নুরুল ইসলাম বলেন, বিএসটিআই কার্যালয়ে সনদ প্রদানে কোনো ধরনের ঘুষের লেনদেন হয় না। আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি। তবে দুদক কর্মকর্তারা কিছু তথ্য উপাত্ত চেয়েছেন যা সরবরাহ করা হয়েছে। আর কিছু তথ্য লিখিত আকারে চেয়েছেন তাও তাদেরকে দেওয়া হবে ।
যদিও আড়াই ঘন্টার অভিযানে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যমকে, তালা দেয়া হয় বিএসটিআই ভবনের মূল ফটকেও।