ট্রাস্ট ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা চুক্তি

ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও নভোএয়ারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার আহসান জামান চৌধুরী এবং নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা নভোএয়ারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিট ক্রয়ের ক্ষেত্রে বেজ ফেয়ারে ১০ শতাংশ ছাড় পাবেন এবং নভোএয়ারের ভ্রমণ প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা সর্বোচ্চ ছয় মাসের কিস্তি সুবিধা পাবেন। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হুমায়রা আজমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।