মকবুল মটরস্ মাতৃভাষা দিবস উদযাপন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পলাশপোল তেঁতুলতলাস্থ মকবুল মটরস এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২১ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান, সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন।
মকবুল মটরস্ এর সত্ত্বাধিকারী মকুবুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা ফিরোজ হোসেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি আশরাফ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আফছার আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহমুদ আলী সুমন।