মানসিক প্রতিবন্ধী শিশু ইমরান স্বাভাবিকভাবে বাঁচতে চায়
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
ইমরান আলী (৭) একজন মানসিক প্রতিবন্ধী শিশু। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা। অথচ মানসিক প্রতিবন্ধী হবার কারনে স্কুলে তো যাওয়ার কথা সে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে না। শিশু ইমরান আলী জম্ম থেকেই মস্তিস্কের সমস্যায় ভুগছিল।
সে থেকেই ইমরান মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। শিশু ইমরান আলীর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট এলাকায়। তার বাবার নাম আব্দুস সাত্তার। প্রায় ৩/৪ মাস আগে স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয় শিশুটির মা।
তখন থেকেই দুই শিশুকে নিয়ে বাবার বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। রুবিনা আক্তার বলেন, স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর দুই ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছি।
আমার প্রতিবন্ধী সন্তান ইমরানের জন্য বোদা উপজেলার সমাজ সেবা অফিসে একটি প্রতিবন্ধী কার্ডের আবেদন করি। পরবর্তীতে সমাজ সেবা অফিসের ডাক্তার আমার ছেলেকে পর্যবেক্ষণ করে দেখে বলেন, আপনার ছেলেকে চিকিৎসা করালে সুস্থ করা যাবে। তবে খুব দ্রুত করতে হবে বেশি দেরি করলে তাকে সুস্থ করা যাবেনা।
তিনি আরও বলেন, আমি একজন গরীব স্বামী পরিত্যক্তা মহিলা। ছেলেকে পুরোপুরি সুস্থ করতে হলে প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা দিয়ে আমার পক্ষে ছেলেকে চিকিৎসা করা সম্ভব না। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা।
তাই আমি দেশের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আপনাদের একটু সহযোগীতা পেলে আমার ছেলে ইমরান স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে।
স্কুলে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে। পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার জানান, এই মুহূর্তে সহযোগিতার কোন সুযোগ নাই, তবে যদি কোন ধরনের সুযোগ আসে তাহলে সহযোগিতা করা যাবে।